পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারনা একদিন কমিয়ে আনার সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারনা একদিন কমিয়ে আনার সিদ্ধান্ত

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের লোকসভা নির্বাচনের ৭ম ও শেষ দফার নির্বাচনী প্রচারণা পশ্চিমবঙ্গে একদিন কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের ১ দিন আগে আজ বৃহষ্পতিবার স্থানীয় সময়ে রাত ১০টায় শেষ হবে নির্বাচনী প্রচারণা।পশ্চিমবঙ্গে বিজেপির রোডসহ চলার সময়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষের জেরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাংচুর ও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে এই সিদ্ধান্ত নেয় কমিশন।ভারতীয় সংবিধানের ৩২৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেয় কমিশন।

এদিকে কমিশনের এই সিদ্ধান্তকে বিজেপি স্বাগত জানালেও নিন্দা করেছেন তৃণমূল প্রধান ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী।তিনি বলেন সংঘর্ষের ঘটনার জন্য অমিত শাহ দায়ী হলেও তাঁকে শাস্তি দেয়ার পরিবর্তে পুরষ্কৃত করলো নির্বাচন কমিশন।এই সিদ্ধান্তকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক আখ্যায়িত করে মমতা বলেন বৃহষ্পতিবার মোদীর দুটি জনসভা আছে।জনসভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে নির্বাচনী প্রচারণাও।এদিকে পশ্চিমবঙ্গের সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূখ্য সচিব ও সিআইডির অতিরিক্ত মহাসচিবকে পদচ্যূত করার নির্দেশ দিয়েছে কমিশন।