নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ

নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ

শেয়ার করুন

_110075220_gettyimages-1187385627বিশ্বসংবাদ ডেস্ক :

এ বছরের নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী।

প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার দু’দশক ধরে চলা সংঘাতের অবসানে শান্তি প্রতিষ্ঠায় ভুমিকার জন্য তাকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য চুড়ান্তভাবে মনোনীত করা হয়।

মঙ্গলবার আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে নরওয়ের রাজধানী অসলোর সিটি হলে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক, একটি সনদ এবং প্রাইজমানির ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনার গ্রহণ করেন আবি আহমেদ।

নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে মনোনীত করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। পুরস্কারকে ইথিওপিয়া এ ইরত্রিয়ার মানুষ, বিশেষ করে শান্তির জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি এ পুরস্কার উৎস্বর্গ করেন তিনি। আবি আহমেদ বলেন, শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করেই তিনি পার্শ্ববর্তী দেশ ইরিত্রিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরওয়ের রাজা ও রাজ পরিবারের সদস্যরা ছাড়াও সরকারের মন্ত্রিবর্গ ও বিশ্বের বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা।