নেদারল্যান্ডে ইসলাম বিরোধী কার্টুন প্রতিযোগিতা পরিকল্পনার নিন্দা পাক পার্লামেন্টে

নেদারল্যান্ডে ইসলাম বিরোধী কার্টুন প্রতিযোগিতা পরিকল্পনার নিন্দা পাক পার্লামেন্টে

শেয়ার করুন

873890a83b7f4facbde6265f22889dfe_18বিশ্বসংবাদ ডেস্ক :

নেদারল্যান্ডের একজন রাজনীতিবিদের ইসলাম বিরোধী কার্টুন প্রতিযোগিতা আয়োজন পরিকল্পনার নিন্দা করে প্রস্তাব পাস করেছে পাকিস্তান পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেট।

গত মাসে পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর এটিই পার্লামেন্টে পাস হওয়া প্রথম কোন প্রস্তাব। মহানবী হযরত মোহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর আঁকা কার্টুন নিয়ে এ বছরের শেষ দিকে একটি প্রতিযোগিতা আয়োজনে ডাচ আইন প্রণেতা গিয়ার্ট উইলডারের পরিকল্পনার নিন্দা করে সোমবার এই প্রস্তাব পাস করা হয়।

সিনেট দেয়া তাঁর প্রথম বক্তৃতায় পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান বলেন সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিষয়টি উত্থাপন করবেন তিনি। তিনি বলেন এ ধরণের বিষয়ে একযোগে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে মুসলিম বিশ্ব। তিনি আরো বলেন এ ধরণের ধর্মবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে মুসলমানদের অনুভূতিতে কতোটা আঘাত লাগে তা আসলে বুঝতে ব্যর্থ হয়েছে পশ্চিমা বিশ্ব।