নেতানিয়াহুর সফরের প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ

শেয়ার করুন

ea954ab680e34dfc947fededad7105e6_18বিশ্বসংবাদ ডেস্ক :

ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সফরের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যরিসে বিক্ষোভ করেছে হাজার হাজার বিক্ষোভকারী।

এই সময়ে নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী হিসেবে উল্লেখ করেন তারা। বিক্ষোভকারীরা বলেন তাদের এই বিক্ষোভের উদ্দেশ্য হচ্ছে গত মাসে ইসরায়েলী সেনাবাহিনী কর্তৃক নিরস্ত্র ফিলিস্তিনীদের হত্যাকান্ডের কথা তাকে মনে করিয়ে দেয়া।  এই সময়ে ফিলিস্তিনি জনগণের সংগে একাত্মতা ঘোষণা করেন তারা।
836ebf5b896342458e802755df2b9b09_18
ইরানের বিরুদ্ধে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যঁখোর সমর্থন আদায়ের লক্ষ্যেই ফ্রান্স সফর করছেন নেতানিয়াহু। এছাড়া একটি যৌথ ফরাসী-ইসরায়েলী সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক প্রকল্প উদ্বোধন করবেন তিনি।