নিয়ন্ত্রণের বাইরে ক্যালিফোর্নিয়ায় দাবানল

নিয়ন্ত্রণের বাইরে ক্যালিফোর্নিয়ায় দাবানল

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এখন পর্যন্ত পুড়ে গেছে প্রায় ৩০ হাজার একর এলাকা।

বৃহস্পতিবার বিবিসি জানায়, রাজ্যটিতে বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর হয়ে ওঠা দাবানলের কারণে হাজারো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। দাবানলের কারণে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের বাধ্যতামূলকভাবে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

এরইমধ্যে ৮২ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া ও নেভাদা রাজ্যের মধ্যকার যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

দাবানলের তীব্রতা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন এক হাজার ৩শ অগ্নিনির্বাপণকর্মী। তবে এখনও পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

গত মঙ্গলবার অঙ্গরাজ্যটির স্যান বার্নার্দিনো কাউন্টির খরায় আক্রান্ত একটি পাহাড়ি গিরিপথে দাবানলের সূত্রপাত ঘটে। এর এক দিন পরে ওই দাবানলটি প্রায় ৪৭ বর্গমাইল এলাকায় ছড়িয়ে পড়ে। এই ভয়াবহতম দাবানলের নাম দেওয়া হয়েছে ‘দ্য ব্লু কাট’।