নিউ ইয়র্কে বিস্ফোরিত বোমাটি ছিলো প্রেসার কুকার বোমা

নিউ ইয়র্কে বিস্ফোরিত বোমাটি ছিলো প্রেসার কুকার বোমা

শেয়ার করুন

4015 নিউ ইয়র্ক ব্লাষ্ট

বিশ্ব সংবাদ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিস্ফোরিত বোমা ও উদ্ধারকৃত আরেকটি বোমা- দুটোই ছিল প্রেসার কুকার বোমা। প্রাথমিক তদন্তের পর পুলিশ এই তথ্য জানিয়েছে।

ম্যানহাটনের চেলসি এলাকায় রোববারের বিস্ফোরণের ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তারা। এ বিস্ফোরণের কিছুক্ষণ পর দ্বিতীয় বোমাটি উদ্ধার করা হয়। সেটিও ছিল একটি প্রেসার কুকার বোমা।

%e0%a6%ac%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%acরোববার বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। বিস্ফোরণের দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে হামলাকারীদের খুঁজে বের করতে তদন্ত চলছে। তবে সন্দেহভাজন ৫ জনকে আটকের খবর পাওয়া গেলেও তা অস্বীকার করেছে এফবিআই। নিউ ইয়র্কে অতিরিক্ত ১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

মেয়র বিল ডে ব্লাসিও বলেছেন, এ ঘটনায় সন্ত্রাসীদের সম্পৃক্তার বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ২০১৩ সালে বোস্টনে ম্যারাথনে হামলা চালানো বোমাটির বিস্ফোরণও ঘটানো হয়েছিল প্রেসার কুকারের সাহায্যে।