নিউইয়র্কে র‌্যাম্প মাতালেন হিজাব পরা সুন্দরীরা

নিউইয়র্কে র‌্যাম্প মাতালেন হিজাব পরা সুন্দরীরা

শেয়ার করুন

Anniesa Hasibuan - Runway - September 2016 - New York Fashion Week: The Shows

বিশ্ব সংবাদ ডেস্ক:

নিউইয়র্ক ফ্যাশন উইকে এবারই প্রথমবারের মতো হিজাব কালেকশন উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার ফ্যাশন ডিজাইনার আনিসা হাসিবুয়ান। তাঁর ডিজাইন করা পোশাকে র‍্যাম্প মাতান মডেলরা।

এই কালেকশন ইন্দোনেশিয়ার ফ্যাশন ডিজাইনার আনিসা হাসিবুয়ানের। তাঁর হিজাব কালেকশন এবারের নিউইয়র্ক ফ্যাশন উইকে রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনিই প্রথম ডিজাইনার হিসাবে উপস্থাপন করেছেন এই কালেকশন।

আনিসার এবারের কালেকশনে রয়েছে তাঁর নিজের শহর জাকার্তার প্রেরণার পোশাক। তিনি উপস্থাপন করেছেন ট্রাউজার, লম্বা ঝুলের টিউনিক আর গাউন। চমৎকার কাপড়ের উপর দৃষ্টিনন্দন সূচিকর্মের অলঙ্করণের এসব পোশাক পেয়েছে বিশেষ মাত্রা। বিশ্বজুড়ে হিজাব নিয়ে অব্যাহত বিতর্কের মধ্যেই ইসলামি ভাবধারার পোশাক মূলধারার অন্তর্ভুক্ত করতেই ডিজাইনারের এই উদ্যোগ।

জাকার্তায় বেড়ে ওঠার সময় থেকেই হিজাবের সঙ্গে পরিচিত আনিসার। পরবর্তীতে, তিনি হিজাব অনুসরণে নানান আঙ্গিকের পোশাক তৈরি করেছেন। সামনে এনেছেন মাননসই ও আরামদায়ক স্কার্ফ।

নিউইয়র্ক ফ্যাশন উইকে, নিজের পোশাক তুলে ধরতে পারায় সহকর্মীসহ আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন ৩০ বছর বয়সী ফ্যাশন ডিজাইনার আনিসা।