নাইজারে শরণার্থী ক্যাম্পে হামলায় ২২ সেনাসদস্য নিহত

নাইজারে শরণার্থী ক্যাম্পে হামলায় ২২ সেনাসদস্য নিহত

শেয়ার করুন

aec53d65-91d4-4bd7-8607-500ad1a00a70বিশ্ব সংবাদ ডেস্ক:

একটি শরণার্থী শিবিরে অজ্ঞাত সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জন নাইজার সেনাসদস্য নিহত হয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী ব্রিগি রাফিনি এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানী নাইমে থেকে ৫২৫ কিলোমিটার উত্তর-পূর্বের তহুয়ার তাসালিত গ্রামের ওই শিবিরে ২০১২ সাল থেকে রয়েছে প্রতিবেশী মালির কয়েক হাজার শরণার্থী। তাদের নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা সেনাচৌকিতে ওই হামলায় হতাহতের ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে নাইজারের প্রধানমন্ত্রী রাফিনি জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহত সেনাসদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কোনো সাধারণ নাগরিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।