দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প ও কিম

দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প ও কিম

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ফেব্রুয়ারির শেষ দিকে এই বৈঠক হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয় নেতার ঘনিষ্ট সহচর ও শীর্ষ কর্মকর্তা কিম ইয়ং চোলের সাক্ষাতের পরই এই ঘোষণা এলো। তবে কোথায় বৈঠক করবেন দুই নেতা, তা এখনো চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে ভিয়েতনামে মুখোমুখি বসবেন ট্রাম্প ও কিম।

গত বছরের জুনে সিঙ্গাপুরে প্রথম দফা বৈঠকের পর থেকে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া অনেকদূর এগিয়েছে। দ্বিতীয় এই বৈঠক তারই অগ্রগতির ফল বলে ধারণা করা হচ্ছে। তবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স জানিয়েছেন : পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর চাপ ও নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।