দক্ষিণ চীন সাগর নিয়ে রায় মানতে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

দক্ষিণ চীন সাগর নিয়ে রায় মানতে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

শেয়ার করুন

ওবামা

বিশ্ব সংবাদ ডেস্ক:

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের দেয়া রায় মেনে নিতে চীনের প্রতি আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

শনিবার চীনের হ্যাং ঝুতে, জি-২০ সম্মেলনের আগে দ্বিপাক্ষিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বারাক ওবামা। সেখানেই দ্য হেগের আন্তর্জাতিক আদালত থেকে দেয়া রায় ও সংশ্লিষ্ট চুক্তি মেনে নেয়ার কথা বলেন ওবামা। তবে চীনের প্রেসিডেন্ট তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেননি।

গত জুলাইয়ে আদালত রায়ে বলেছিল, দক্ষিণ চীন সাগরে চীনের একক আধিপত্য নেই। সেখানে ভিয়েতনামও সব ধরণের কার্যক্রম চালাতে পারবে। তবে রায় মেনে নেয়নি চীন। বরং দক্ষিণ চীন সাগরে সামরিক শক্তি বৃদ্ধি করেছে দেশটি।

এছাড়াও উভয় দেশের নেতারা পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তির বিষয়েও আলোচনা করেন। দুই নেতার মধ্যে সফল আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে। এর আগে প্যারিস জলবায়ু চুক্তি অনুমোদন করে চীন ও যুক্তরাষ্ট্র।