দক্ষিণ আলেপ্পোয় নতুন করে সংঘর্ষ

দক্ষিণ আলেপ্পোয় নতুন করে সংঘর্ষ

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

সিরিয়ার দক্ষিণ আলেপ্পোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এতে করে অবরুদ্ধ এলাকায় ত্রাণ সামগ্রি পৌঁছানোর কাজ কঠিন হয়ে পড়েছে।

মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দিতে বৃহস্পতিবার থেকে প্রতিদিন সকালে তিন ঘণ্টা করে বিমান হামলা বন্ধের ঘোষণা দেয় রাশিয়া।

তবে ত্রাণ কর্মীরা বলছেন, ওই ঘোষণা কোনো কাজেই আসছে না। বৃহস্পতিবার ত্রাণ সামগ্রী ভর্তি ট্রাকের একটি বহর নিয়ে দক্ষিণ আলেপ্পোয় অবরুদ্ধ এলাকায় পৌছানোর চেষ্টা করেও ব্যর্থ হন ত্রাণকর্মীরা।

REU SYRIA-CRISIS/

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হাসপাতাল, ক্লিনিকসহ বিভিন্ন স্বাস্থ্য স্থাপনায় রুশ বিমান হামলা অব্যাহত রয়েছে। ওইসব হামলায় গত দুই সপ্তাহে মারা গেছে অন্তত ১৭ জন।

এদিকে সিরিয়ার সরকার বিরোধীরা অভিযোগ করেছে, আলেপ্পোয় বেসমারিক নাগরিকদের আবাসিক এলাকায় হেলিকপ্টার থেকে ক্লোরিন গ্যাস নিক্ষেপ করেছে সরকারিবাহিনী।

এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আলেপ্পোয় বিমান হামলার বন্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন সেখানে অবস্থানরত ১৫ জন চিকিৎসক।