দক্ষিণ আফ্রিকার সহিংসতা: নিহতের সংখ্যা ৪৫ জনে

দক্ষিণ আফ্রিকার সহিংসতা: নিহতের সংখ্যা ৪৫ জনে

শেয়ার করুন

Screenshot (284)।। এটিএন টাইমস আন্তর্জাতিক ডেস্ক ।।

দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।
এদের মধ্যে সোয়েটোতে সোমবার রাতে একটি শপিং সেন্টারে লুটপাট চালানোর সময়ে পদদলিত হয়ে মারা যায় ১০ জন। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার পুলিশ বলছে সহিংসতায় উস্কানীদাতা ১২ জনকে চিহৃিত করেছেন তারা। এপর্যন্ত ১,২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯৯০ সালের পর একে সবচেয়ে ভয়াবহ দাঙ্গা বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট সিরিল রামফোসা। মন্ত্রীদের অনেকেই আশংকা করছেন যেভাবে দোকান-পাট লুট করা হচ্ছে তাতে অচিরেই থাদ্য সংকট দেখা দিতে পারে। তবে এরপরও জরুরী অবস্থা ঘোষণার সম্ভাবনা নাকোচ করে দেন তাঁরা। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা জুড়ে সোমবার থেকে শুরু হয় এই দাঙ্গা।