থাইল্যান্ডে রাজা মহা ভাজিরালকর্ণের রাজ্যাভিষেক শুরু

থাইল্যান্ডে রাজা মহা ভাজিরালকর্ণের রাজ্যাভিষেক শুরু

শেয়ার করুন

_106747071_gettyimages-453337530
বিশ্বসংবাদ ডেস্ক :

থাইল্যান্ডে রাজা মহা ভাজিরালকর্ণের সম্মানে তিন দিনের রাজ্যাভিষেক শুরু হয়েছে। দীর্ঘ ৭০ বছর পর প্রথমবারের মতো রাজ্যাভিষেক অনুষ্ঠিত হওয়ায় ইতিহাসের অংশ হতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে থাইল্যান্ডের অধিবাসীরা।

দীর্ঘদিন সিংহাসন অধিকারে রাখা রাজা ভুমিবলের মৃত্যুর পর ২০১৬ সালে সিংহাসনের ইত্তরাধিকার লাভ করেন তার পুত্র রাজা মহা ভাজিরালকর্ণ। কয়েকদিন আগে, রাজপ্রাসাদ থেকে হঠাৎ করেই রাজার নতুন বিয়ের ঘোষণ্ দেওয়া। জানানো হয়, রাজা তার দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করেছেন এবং এখন থেকে তার তিনি পরিচিত হবেন কুইন সুথিধা হিসেবে।

থাইল্যান্ডে সাংবিধানিক রাজতন্ত্র চালু থাকলেও সীমিত মাত্রায় ক্ষমতার চর্চা করে রাজ পরিবার। থাইল্যান্ডের রাজ পরিবার উচ্চ মর্যাদার অধিকারী। কঠোর আইনের মাধ্যমে থাকায় রাজতন্ত্রের সমালোচনা নিষিদ্ধ। ২০১৪ সালে আভ্যুত্থানের মাধ্যমে সেনা বাহিনী দেশটির নিয়ন্ত্রণ দখল করে। এ বছরের ২৪ মার্চ দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এখন পর্যন্ত নতুন সরকার ঘোষণা করা হয়নি।