তুষারপাতে বিপর্যস্ত চিলির জনজীবন

তুষারপাতে বিপর্যস্ত চিলির জনজীবন

শেয়ার করুন

_96948937_040621059বিশ্বসংবাদ ডেস্ক :

চিলির রাজধানী সানতিয়াগোতে হঠাৎ তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অন্ধকারে রাত কাটাচ্ছেন হাজার হাজার অধিবাসী।

কর্তৃপক্ষ জানায়, প্রায় আড়াই লাখ অধিবাসী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ভারি তুষারপাতের কারণে বড় বড় গাছ বিদ্যুতের তারে ভেঙ্গে পড়ায় এই বিপর্যয় দেখা দিয়েছে।_96948942_gettyimages-814882558জমে থাকা তুষার পরিস্কার করার সময় এক পরিচ্ছন্ন কর্মী বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যান এবং আহত হন আরো অন্তত দুই জন। ২০০৭ সালের পর সানতিয়াগোতে এই প্রথম এরকম ভারি তুষারপাত হলো বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাজধানী ও আশপাশের এলাকায় তীব্র শৈতপ্রবাহ চলছে।