তিন তালাক প্রথাকে অপরাধ হিসেবে গন্য করে ভারত সরকারের নির্বাহী আদেশ

তিন তালাক প্রথাকে অপরাধ হিসেবে গন্য করে ভারত সরকারের নির্বাহী আদেশ

শেয়ার করুন

4259020d3bdb4375b4197ec3d2b59f83_18বিশ্বসংবাদ ডেস্ক :

তিন তালাক প্রথাকে অপরাধ হিসেবে গন্য করে, প্রস্তাবিত আইনটি অনুমোদনে নির্বাহী আদেশ দিয়েছে ভারত সরকার।

দেশটিতে মুসলিম নারী অধিকার সুরক্ষা বিল ২০১৭ গত আগস্টে লোকসভায় অনুমোদিত হলেও, বিরোধীদলগুলোর বিক্ষোভের মুখে তা আটকে যায় রাজ্যসভায়। সে সময় কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলোর সমর্থন অর্জনের লক্ষে আইনটি কিছুটা শিথির করা হয়।

তালাক শব্দটি তিনবার উচ্চারণ করে মুসলিম পুরুষরা তাদের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতেন। প্রস্তাবিত আইনটিতে তিন তালাক প্রথাকে অপরাধ হিসেবে গন্য করে তিন বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। সেই সঙ্গে তালাকপ্রাপ্তা নারীর আজীবন ভরনপোষনের দায়িত্ব নেয়ার কথা বলা হয়েছে আইনটিতে।

নতুন খসড়া অনুযায়ী তালাকপ্রাপ্তা নারী অথবা তার পরিবারের পক্ষ থেকে আদালতে অভিযোগ করতে হবে বলে আইনে উল্লেখ করা হয়। স্ত্রীর জবানবন্দির ভিত্তিতে বিচারক ইচ্ছে করলে স্বামীর জামিন মঞ্জুর করতে পারেন। তবে স্বামী যদি সমঝোতায় আসতে চান, তাহলে স্ত্রী অভিযোগ প্রত্যাহার  করতে পারবেন বলে আইনটির খসড়ায় বলা হয়েছে।