ডোকলাম ইস্যুতে ভারত-চীন সমঝোতা

ডোকলাম ইস্যুতে ভারত-চীন সমঝোতা

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

ডোকলাম সীমান্ত থেকে সেনা সরানোর মাধ্যমে আপাতত ভারত-চীন বিরোধের অবসান হতে যাচ্ছে। সোমবার দুপুর থেকে সিকিম সীমান্ত সংলগ্ন ভূটানের ডোকলাম মালভূমি এলাকা থেকে সেনাসদস্য সরিয়ে নিতে শুরু করেছে ভারত ও চীন।

উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রনালয় এ তথ্য নিশ্চিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় এক বিবৃতিতে জানায়, গত কয়েক সপ্তাহ মুখোমুখি অবস্থানে থাকার পর সর্বসম্মতিক্রমে সেনা সরানোর সিদ্ধান্ত হয়েছে। অতীতের মতো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতেই এই উদ্যোগ। সেপ্টেম্বরের শুরু দিকে চীনে ব্রিকস জোটের সম্মেলন হওয়ার কথা।

যেখানে চীনা প্র্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে স্থায়ী সমাধান করতে আলোচনা করবেন। দু মাস আগে, ডোকলামে সেনাবাহিনীর জন্য চীনের সড়ক নির্মাণে বাধা দেয় ভারত। সীমান্তে পাল্টাপাল্টি সেনা সমাবেশ ও মুখোমুখি অবস্থান নেয়।