ট্রাম্প-কিমের বৈঠক হবে যেখানে

ট্রাম্প-কিমের বৈঠক হবে যেখানে

শেয়ার করুন

_101898223_c0f58978-7303-4a34-b721-477cfa02bb61বিশ্বসংবাদ ডেস্ক :

সিঙ্গাপুরের দক্ষিণাঞ্চলীয় সান্তোসা দ্বীপের চ্যাপেলা হোটেলে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার ঐতিহাসিক বৈঠক।

মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এ তথ্য নিশ্চিত করেন। টুইট বার্তায় তিনি জানান : চ্যাপেলা হোটেলে সুন্দর একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। অসাধারণ আয়োজন করার জন্য সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদও জানান তিনি।

আগামী ১২ জুন স্থানীয় সময় সকাল ৯টা এবং বাংলাদেশ সময় সকাল ১১টায় বৈঠকে বসবেন দুই নেতা। মঙ্গলবার সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অনেক ভালভাবে বৈঠকের প্রস্তুতি চলছে। নতুন করে দুদেশের সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। বৈঠকের আগে বেশ কিছু সমঝোতাও হবে বলে আশা করেন তিনি। বৈঠকের দুদিনকে খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ট্রাম্প।

এদিকে, বৈঠক উপলক্ষ্যে একটি স্মৃতিস্মারক প্রকাশ করেছে সিঙ্গাপুর টাকশাল। স্বর্ণ দিয়ে খোদাই করা স্মারকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার পতাকা এবং দুই দেশের নেতার হাত মেলানোর দৃশ্য খোদাই করা হয়েছে।