ট্রাম্পের বিপক্ষে ৫০ রিপাবলিকান বিশেষজ্ঞের চিঠি

ট্রাম্পের বিপক্ষে ৫০ রিপাবলিকান বিশেষজ্ঞের চিঠি

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে এক খোলা চিঠিতে সতর্ক বার্তা দিয়েছে দলের অর্ধশত নিরাপত্তা বিশেষজ্ঞ।

donald-trump-short-fingered-vulgarian-fingers-bruce-handy-ss13বিবিসি জানায়, ওই ৫০ রিপাবলিকান নিরাপত্তা বিশেষজ্ঞের স্বাক্ষর সংবলিত চিঠিতে ট্রাম্প মার্কিন ইতিহাসে সবচেয়ে অবিবেচক প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে উল্লেখ করেন।

ওই চিঠির মধ্যে সাবেক (সিআইএ) প্রধান মাইকেল হেডেন লিখেন, প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্পের চারিত্রিক মূল্যবোধ ও অভিজ্ঞতার অভাব রয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে কেউই ট্রাম্পকে ভোট দিবেন না। যদিও গত মার্চ মাসে একই রকম চিঠিতে স্বাক্ষর দিতে অনেকেই রাজি হননি।

এদিকে নিউউয়র্কের ধনকুবের ট্রাম্পের উপর থেকে বেশ কয়েকজন হাই প্রোফাইল রিপাবলিকান নেতার পিছপা হওয়ার খবরের পর এই চিঠিটি প্রকাশিত হলো।

এর আগে ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন নির্বাচনি প্রচারণা এবং বক্তব্যে রিপাবলিকানদের পররাষ্ট্রনীতি লঙ্ঘণ করছেন বলে অভিযোগ তোলা হয়।