টাইম ম্যাগাজিনের মালিকানা বদল হচ্ছে

টাইম ম্যাগাজিনের মালিকানা বদল হচ্ছে

শেয়ার করুন

_103457610_timemagazine-mবিশ্বসংবাদ ডেস্ক :

আবারো টাইম ম্যাগাজিনের মালিকানা বদল হচ্ছে। আট মাস আগে এটি কিনেছিল মার্কিন মিডিয়া গ্রুপ মেরেডিথ কর্পোরেশন। এবার টাইম ম্যাগাজিন কিনে নিচ্ছেন প্রযুক্তি প্রতিষ্ঠান সেলসফোর্স ডটকমের চেয়ারম্যান মার্ক বেনোইফ ও তার স্ত্রী লিন। ১৯০ মিলিয়ন ডলারে তারা ম্যাগাজিনটি কিনে নিচ্ছেন।

এক বিবৃতিতে মেরেডিথ কর্পোরেশন জানায়, বেনোইফ দম্পতি এর মালিকানা পেলেও ম্যাগাজিনটির কার্যক্রম এবং সংবাদ সংক্রান্ত সিদ্ধান্তে তারা হস্তক্ষেপ করবেন না। আগামী দুই মাসের মধ্যে মালিকানা হস্তান্তরের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

সার্কুলেশন এবং বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়াই ম্যাগাজিনটি বিক্রি করে দেয়ার অন্যতম কারণ বলে উল্লে করেছে মেরেডিথ কর্পোরেশন। সেলসফোর্স ডটকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যা মার্ক বেনোইফ টুইট বার্তায় জানান, তিনি এবং তার স্ত্রী টাইম ম্যাগাজিনের দীর্ঘদিনের সুনাম অক্ষুন্ন রাখার চেষ্টা করবেন। এর আগে, ২০১৩ সালে ওয়াশিংটন পোস্ট কিনে নিয়েছিলেন অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস।