জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ

শেয়ার করুন

_104476587_mediaitem104474760

বিশ্বসংবাদ ডেস্ক :

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্যারিসের রাজপথে পুলিশের সঙ্গে দাঙ্গাকারীদের প্রতি নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

এক টুইট বার্তায় বিক্ষোভের নামে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসের গুরুত্বপূর্ণ ‘চ্যাম্পস এলিসিস’ এলাকায় বিক্ষোভের সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা। এতে পুলিশ বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।

গত এক বছরে ফ্রান্সে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়। বিশ্ব বাজারে তেলের দাম কমে আসলেও জ্বালানির ওপর কর বৃদ্ধি করে ম্যাখোঁ সরকার। এর প্রতিবাদেই বিক্ষোভের ডাক দেয় ফরাসিরা।