জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ, সহিংসতা

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ, সহিংসতা

শেয়ার করুন

_104578273_mediaitem104578272বিশ্বসংবাদ ডেস্ক :

প্যারিসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ছাড়াও ফ্রান্সে সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র পদত্যাগের দাবিতে স্লোগান দেয়া হয় বিক্ষোভে।দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দেশজুড়ে সড়ক অবরোধ করে জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে আসছে বিক্ষোভকারীরা।

ফ্রান্সে গত এক বছরে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম কমলেও ফ্রান্স সরকার পরিষ্কার গাড়ি ও জ্বালানি প্রচারাভিযানের অংশ হিসেবে তেলের ওপর হাইড্রোকার্বন ট্যাক্স বাড়িয়েছে। এছাড়া আগামী জানুয়ারি মাস থেকে আরও কর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।