জাহাজ আটক করে ট্রাম্প-কিম বৈঠকের উদ্দেশ্য ব্যহত করেছে যুক্তরাষ্ট্র

জাহাজ আটক করে ট্রাম্প-কিম বৈঠকের উদ্দেশ্য ব্যহত করেছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

_106947112_mediaitem106894208বিশ্বসংবাদ ডেস্ক :

কার্গো জাহাজ আটকের মাধ্যমে ট্রাম্প-কিম বৈঠকের উদ্দেশ্য ব্যহত হয়েছে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষার অভিযোগে গত ৯ মে, ওয়াইজ অনেস্ট নামে উত্তর কোরিয়ার একটি কার্গো জাহাজ আটক করে যুক্তরাষ্ট্র। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছে কিম জং উনের দেশ। তাই বিলম্ব না করে যুক্তরাষ্ট্রের এটি ফিরিয়ে দেওয়া উচিত বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি আটকে রাখার জন্য যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে প্রস্তাবনার কথা উল্লেখ করেছে, তা প্রত্যাখ্যান করছে পিয়ংইয়ং। কেননা, এটি সার্বভৌমত্বের লঙ্ঘন।

গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামে দ্বিতীয় দফায় ট্রাম্প-কিম বৈঠকের পর, দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে মার্কিন বিচার বিভাগের দাবি: ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে জাহাজ আটকের যোগসূত্র নেই।