জার্মানিতে হামলার ঘটনায় আইএসের দায় স্বীকার

জার্মানিতে হামলার ঘটনায় আইএসের দায় স্বীকার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জার্মানির দক্ষিণাঞ্চলীয় আন্সবাখ শহরে বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করে ভিডিও বার্তা দিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস।

আত্মঘাতী ওই হামলায় হামলাকারী নিজেই নিহত হন। আহত হন ১৫ জন। জার্মানিতে আশ্রয় পেতে ব্যর্থ হওয়া ২৭ বছর বয়সী সিরীয় শরণার্থী এক যুবক ওই আক্রমণ চালায়।

পুলিশ জানিয়েছে, আক্রমণকারীর তৈরি একটি ভিডিও তারা পেয়েছেন। যেখানে তাকে ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করতে দেখা গেছে।

জার্মানিতে আরও হামলার ইঙ্গিত রয়েছে ওই ভিডিও বার্তায়। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনার পর জনবহুল জায়াগায় পুলিশ পাহারা বাড়ানোর আদেশ দিয়েছেন।

তিনি জানান, ওই যুবককে সঙ্গীত উৎসবে ঢুকতে না দেয়ার পরপরই সে বিস্ফোরণ ঘটায়। এর আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিল ওই যুবক। কয়েকদিনে মধ্যেই তাকে বুলগেরিয়ায় পাঠিয়ে দেয়ার কথা ছিল।