জামাল খাসোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জামাল খাসোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

শেয়ার করুন

_110280380_mediaitem110280376বিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি নাগরিক ও ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন সৌদি আরবের একটি আদালত।

তিনজনকে ২৪ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার এ কথা জানান দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে সৌদি সরকারের উপদেষ্টা হিসেবে পরিচিত সৌদ আল কাহতানিকে হত্যার অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে। সৌদি সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন জামাল খাসোগি। গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে পাসপোর্ট সংক্রান্ত কাজে গিয়ে আর ফেরেননি তিনি।

পরে জানা যায়, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে ১৫ সদস্যের কিলিং স্কোয়াড তাকে কনস্যুলেটের ভেতরেই শ্বাসরোধে হত্যার পর টুকরো করে মরদেহ সরিয়ে ফেলে। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের তদন্তে বিন সালমানকে অভিযুক্ত করে। তবে তা অস্বীরকার করে সৌদি সরকার।