জাপানে বন্যা ও ভূমিধসে নিহত অর্ধশত

জাপানে বন্যা ও ভূমিধসে নিহত অর্ধশত

শেয়ার করুন

_102422316_047990926-1বিশ্বসংবাদ ডেস্ক :

জাপানে ভারি বর্ষনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশত মানুষ। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩৬ জন।

রোববার সিএনএন জানায়, উদ্ভূত পরিস্থিতিতে দক্ষিণপূর্ব জাপান থেকে ২ লাখ পানিবন্দি মানুষকে জোরপূর্বক অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। আরো ৪০ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া অধিদপ্তের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানায়: রোববারও দেশটির পূর্ব এবং পশ্চিমাঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত থাকবে।

জাপানের ওয়াজিমা শহরে রোববার ৩৬৪ মিলিমিটার এবং সুকমো শহরে ২৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জাপানের আবহাওয়া এজেন্সি একটি বিশেষ আবহাওয়া সতর্কবার্তা প্রকাশ করেছে। এতে জাপানের পশ্চিমাঞ্চলীয় এলাকা হনশুতে ভূমিধস, নদীর পানি বৃদ্ধি এবং ঝড়ো হাওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।