জাপানে টাইফুন জেবির আঘাতে নিহত ৯

জাপানে টাইফুন জেবির আঘাতে নিহত ৯

শেয়ার করুন

_103297628_hi049059398বিশ্বসংবাদ ডেস্ক :

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী টাইফুন জেবির আঘাতে অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে আঘাত হানে টাইফুন জেবি। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিয়েটো এবং ওসাকা এলাকায়। টাইফুনটি স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে প্রথমে আঘাত হানে দেশটির কম বসতিপূর্ণ দ্বীপ শিকোকুতে।  সেখানে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। এরপর সেটি দেশটির প্রধান ও সবচেয়ের বড় দ্বীপ হোনশুতে আঘাত হানে। তারপর টাইফুনটি ওসাকার দিকে অগ্রসর হয়। এর প্রভাবে ভয়াবহ ভূমিধস ও ভারী বৃষ্টি শুরু হয়েছে।
_103297624_hi049059439জেবির দাপটে ওসাকা উপসাগরের তীরবর্তী শহর ইজুমিসানোর একটি সেতুর মধ্যে বড় একটি ট্যাংকার আছড়ে পড়ে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া এই ঝড়ের ফলে কিয়োটোতে একটি রেলস্টেশনের ছাদ ধসে পড়ে। বাতিল করা হয়েছে কয়েকশ ফ্লাইট। ট্রেন ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিপর্যয় মোকাবিলায় প্রধানমন্ত্রী শিনজো আবে জরুরি মিটিং ডেকেছেন। প্রায় ১২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।