জাপানে জি-টুয়েন্টি সম্মেলন শুরু

জাপানে জি-টুয়েন্টি সম্মেলন শুরু

শেয়ার করুন

_104040374_epa050197494
বিশ্বসংবাদ ডেস্ক :

জাপানের বাণিজ্যিক শহর ওসাকায় আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলন। বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় এ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের বিষয়টিই বেশি গুরুত্ব পাচ্ছে এবারের জি টুয়েন্টি সম্মেলনে। আগামীকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপাক্ষীক বাণিজ্য আলোচনায় মিলিত হবেন বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিশ্লেষকদের আশা, দুই নেতার এই আলোচনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য বিরোধ অনেকটা দূরীভূত হবে। মূলত চীন থেকে আমদানি করা ভোগ্যপণ্যসহ অন্যান্য পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে বিরাজমান বাণিজ্য বিরোধ মেটানোই এই দ্বিপাক্ষিক বৈঠকের মূল উদ্দেশ।