জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে সরে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে সরে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

শেয়ার করুন

b0be072f03e14e4e995822be35305794_18বিশ্বসংবাদ  ডেস্ক :

ইসরায়েল-বিরোধী পক্ষপাতদুষ্টতার অভিযোগে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি এ সংক্রান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা।

মানবাধিকার পরিষদের আলোচ্যসূচি সংস্কার নিয়ে নিউ ইয়র্ক এবং জেনেভায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সদস্যদেশগুলোর মধ্যে কয়েকমাসের আলোচনার পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। মানবাধিকার কর্মী ও কূটনীতিকরা বলছেন, সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ওয়াশিংটনের দাবিদাওয়া মেটানো যায়নি। আর একারণেই ট্রাম্প প্রশাসন এখন এ পরিষদ থেকে সরে যাচ্ছে।

প্যারিস জলবায়ু চুক্তি এবং ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর এবার জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রের সরে আসাটা ট্রাম্পের চরম জোটবিমুখ মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।