জনমত জরিপে আরও এগিয়ে হিলারি

জনমত জরিপে আরও এগিয়ে হিলারি

শেয়ার করুন

Hillary-Clinton-at-DNC
এটিএন টাইমস ডেস্ক:

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চালানো সবশেষ জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন।

শুক্রবার প্রাকাশ পাওয়া রয়টার্সের ওই জরীপ ফলাফলে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে, গত ১৪-১৮ অগাস্ট পর্যন্ত চালানো এই জরিপে দেখা গেছে, ৪২ শতাংশ ভোটার নভেম্বরের নির্বাচনে হিলারিকে ভোট দিতে আগ্রহী।

অন্যদিকে ট্রাম্পের পক্ষে জনসমর্থন রয়েছে ৩৪ শতাংশ। জরিপে অংশ নেওয়া বাকি ভোটারদের একটা অংশ স্বতন্ত্র প্রার্থী গ্যারি জনসন ও গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে ভোট দেবেন বলে জানিয়েছেন। নির্বাচনী প্রচারের শুরু থেকেই জনমত জরিপগুলোতে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি।

তবে তরুণদের মধ্যে হিলারি ও ট্রাম্প দুজনেরই অবস্থান নাজুক বলে জানিয়েছে রয়টার্স। জরিপে অংশ নেয়া দুই-তৃতীয়াংশ তরুণ মনে করেন, এ দুজনের কেউই তাদের উদ্বুদ্ধ করতে পারছেন না।