চূড়ান্ত মনোনয়ন পেয়ে ইতিহাস গড়লেন হিলারি

চূড়ান্ত মনোনয়ন পেয়ে ইতিহাস গড়লেন হিলারি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২২৭ বছরের ইতিহাসে প্রধান কোনো রাজনৈতিক দলের প্রথম নারী প্রার্থীর হিসেবে নতুন এক ইতিহাস গড়লেন তিনি।

Hillary-Clinton-at-DNCমঙ্গলবার পেনসিলভানিয়া রাজ্যের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে তার মনোনয়নের ঘোষণা দেন প্রতিদ্বন্দ্বি ও ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। পরে সেই চূড়ান্ত মনোনয়নপত্র গ্রহণ করেন হিলারি।

বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনে বক্তব্য রাখবেন তিনি। আর এর মধ্য দিয়েই চূড়ান্তভাবে শুরু হলো রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চূড়ান্ত ভোটযুদ্ধ।

সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত হিলারি বলেন, এটা আপনারদের বিজয়। এই রাত আপনাদের বিজয়ের রাত।

এদিন, সম্মেলনে উপস্থিত ছিলেন হিলারির স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বলেন, হিলারির এতদিনের পরিশ্রম কখনো ব্যর্থ হতে পারে না।

ডেমোক্র্যাট বার্নি স্যান্ডার্সও সাবেক এই সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ও সিনেটরকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেন।