চীন যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যেই উ. কোরিয়ার রকেট ইঞ্জিনের পরীক্ষা

চীন যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যেই উ. কোরিয়ার রকেট ইঞ্জিনের পরীক্ষা

শেয়ার করুন

_95224956_481e42d0-a76b-4e41-924e-b361b3ec08e8বিশ্বসংবাদ ডেস্ক :

তীব্র গতিসম্পন্ন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা-কেসিএনএ (KCNA) রোববার এ  তথ্য প্রকাশ করেছে।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন রকেট ইঞ্জিনের পরীক্ষাকে দেশটির রকেট খাতে ‘নতুন জন্ম’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই ইঞ্জিনটি বিশ্বমানের স্যাটেলাইট উৎক্ষেপণের সক্ষমতা অর্জনে সহায়তা করবে। উত্তর কোরিয়ার কাছ থেকে, বিশ্ব নতুন কিছু দেখবে বলেও উল্লেখ করেন তিনি।

উত্তর কোরিয়া এমন এক সময় রকেট ইঞ্জিনের পরীক্ষা চালালো, যখন তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে ‘মাথা ঠান্ডা’ রাখতে বলেছে চীন।