চীনে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩৬

চীনে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩৬

শেয়ার করুন

3852jnvxd0six0d42ukqn0doyhleji1cro6s5561189.png
বিশ্বসংবাদ ডেস্ক :

চীনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

রোববার দেশটির কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে নয় জনের অবস্থা গুরুতর। বাকি ২৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। শনিবার দেশটির জিয়ানসু প্রদেশের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে মোট ৬৯ জন যাত্রী এবং ট্রাকটিতে ছিলো তিন জন।

বাসটির বাম পাশের টায়ার পাংচারের ফলে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার ফলে প্রায় ৮ ঘণ্টার মতো বন্ধ ছিলো চাংচুন-শেনজেন সড়কটি। ট্রাফিক আইন না মানার কারণে চীনের প্রায় ৯০ ভাগ সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় ৫৮ হাজার মানুষ।