চীনা জুতার ওপর শুল্ক আরোপ পূন:বিবেচনা করতে ট্রাম্পকে ১৭৩ প্রতিষ্ঠানের চিঠি

চীনা জুতার ওপর শুল্ক আরোপ পূন:বিবেচনা করতে ট্রাম্পকে ১৭৩ প্রতিষ্ঠানের চিঠি

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

চীনে তৈরী জুতার ওপর শুল্ক আরোপের বিষয়টি পূন:বিবেচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠালো নাইকি, অ্যাডিডাসসহ ১৭৩টি প্রতিষ্ঠান।

সোমবার প্রেসিডেন্টকে পাঠানো ঐ খোলা চিঠিতে বলা হয় কোটি কোটি ক্রেতা ও জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে চীন থেকে আমদানীকৃত পণরে ওপর করের বোঝা আর না বাড়াতে প্রেসিডেন্টের প্রতি আবেদন জানানো হচ্ছে। কারণ এর জন্য আদৌতে ভুগতে হবে মার্কিন ক্রেতাদের। চিঠিতে বানিজ্য যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্টের প্রতি আহবান জানানো হয়। চিঠির

কপি দেয়া হয় অর্থমন্ত্রী স্টিভ মুচিন, বানিজ্যমন্ত্রী উইলবার রস ও জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক ল্যারি কুডলোর কাছে। এছাড়া শিল্প বানিজ্য সংস্থার ওয়েবসাইটেও আপলোড করা হয় চিঠিতে। এমন এক সময়ে ট্রাম্পের কাছে এই চিঠি পাঠানো হলো যখন পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে মার্কিন-চীন বানিজ্য যুদ্ধ চরমে।