চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্তে হতাশ চীন

চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্তে হতাশ চীন

শেয়ার করুন

_102474857_gettyimages-993064216
বিশ্বসংবাদ ডেস্ক :

সেপ্টেম্বর নাগাদ চীনা পণ্যের ওপর দুইশ বিলিয়ন ডলার শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে চীন। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলা বানিজ্য যুদ্ধকে আরো তুঙ্গে নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর ঠিক কয়েকদিন আগে পাল্টাপাল্টি ব্যবস্থা হিসেবে একে অন্যের পণ্যের ওপর ৩৪ বিলিয়ন ডলার শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র ও চীন। শুল্ক আরোপে ওয়াশিংটনের সর্বশেষ সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যায়িত করে বেইজিং বলেছে এ ধরণের সিদ্ধান্ত সমগ্র বিশ্বের ক্ষতি করবে।

চীনা মুখপাত্র বলেন এর পাল্টা ব্যবস্থা নেবে চীন। ৬ হাজার চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছ খনিজ সম্পদ, বিলাসবহুল পণ্য ও হাতব্যাগ।