ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাসে ২২ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাসে ২২ জনের প্রাণহানি

শেয়ার করুন

_98164676_042211087-1বিশ্বসংবাদ ডেস্ক :

ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাসে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে ২০ জনেরও বেশী মানুষ।

ঝড় ও অতিবৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভূমিধস ও বন্যা। বন্ধ করে দেয়া হয়েছে রাস্তাঘাট, ভেঙে গেছে বেশ ক’টি ব্রিজ। মধ্য আমেরিকার এই দেশগুলোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।_98164674_042211428-1কোস্টারিকায় এখন বিশুদ্ধ পানির অভাবে রয়েছে প্রায় ৪ লাখ মানুষ।নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। নিকারাগুয়ায় নিহত হয়েছেন ১১ জন। বৃহস্পতিবার কোস্টারিকায় সব ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। গ্রীষ্মকালীণ ঘূর্ণীঝড় ন্যাটে আরও শক্তিশালী হয়ে যুক্তরাষ্ট্র উপকূলে আঘাত আনতে পারে বলে আশংকা করছেন আবহাওয়াবীদরা।