গুয়াতেমালার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১০৯

গুয়াতেমালার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১০৯

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১০৯ জনে দাড়িয়েঁছে। নিখোঁজ রয়েছে আরো প্রায় ২০০ মানুষ। পরিস্থিতি বিপদজনক হওয়ায় উদ্ধার কাজ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

বিপদজনক এলাকাগুলো থেকে এখনও স্থানীয় বাসিন্দাদের দূরে থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। গত রোবাবার থেকে ফুয়েগোর অগ্নুৎপাত শূরু হয়। এতে পাহাড়ের পাদদেশে অবস্থিত গ্রাম এল রাদেও গ্পুড়ে ছাই হয়। ক্ষতিগ্রস্থ হয় রাজধানী গুয়াতেমালা সিটিসহ আশেপাশের এলাকাও। এর মধ্যেই উদ্ধারকাজ চলছিলো। কিন্তু গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টিপাতে মাটি পিচ্ছিল হয়ে পড়ায় উদ্ধারকাজ চালানো মুশকিল হয়ে পড়েছে।

ন্যাশনাল ইন্সটিটিউট ফর সিসমোলজি অ্যান্ড ভলকানোলজির পক্ষ থেকে বলা হয়, ফুয়েগোর জ্বালামুখ দিয়ে এখনও উত্তপ্ত ছাই এবং নুড়ি বেরিয়ে আসছে। আগামী কয়েক ঘণ্টায় বা কয়েক দিনে আবারও লাভার স্রোত বেরিয়ে আসতে পারে। এদিকে সতর্কতার জারির পরও যথা সময়ে স্থানীয়দের সরিয়ে  না নেয়ায়  এত প্রাণহানি হয়েছে বলে অভিযোগ তুলছে বিরোধী দল।