গাজা উপত্যকায় ১০ লাখেরও বেশি মানুষ খাদ্য সংকটে

গাজা উপত্যকায় ১০ লাখেরও বেশি মানুষ খাদ্য সংকটে

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ফিলিস্তিনি সহায়তা তহবিলে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ায় আগামী মাস থেকে গাজা উপত্যকায় ১০ লাখেরও বেশি মানুষ খাদ্য সংকটে পড়বে। এক বিবৃতিতে এই আশংকার কথা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ সংস্থা।

এই ঘাটতি পূরণে ইউরোপীয় ইউনিয়ন, আরব দেশগুলোসহ রাশিয়া এবং চীনের মতো সমৃদ্ধশালী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি। তারা জানায়, লাখ লাখ মানুষকে ক্ষুধার তাড়না থেকে বাঁচাতে জুনের মাঝামাঝিতেই ৬ কোটি ডলার প্রয়োজন। ২০১৭ সালে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সংস্থাকে ৩৬০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছিলো যুক্তরাষ্ট্র।

২০১৮ সালে এসে আর কোনও সহায়তা দেওয়া হবে না বলে ঘোষণা দেয় তারা। সংস্থাটির পরিচালক ম্যাথিয়াস স্কেমেল বলেন, যুক্তরাষ্ট্রের ত্রাণ সহায়তা বন্ধ করে দেওয়া দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। কিছুটা সময় নিয়ে সহায়তা কমাতে থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো। তবে একদিনের মধ্যে ত্রাণ বন্ধ হয়ে যাওয়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।