খাসোগি হত্যায় সৌদি যুবরাজের ভূমিকা নিয়ে ট্রাম্পের উত্তর চান সিনেটররা

খাসোগি হত্যায় সৌদি যুবরাজের ভূমিকা নিয়ে ট্রাম্পের উত্তর চান সিনেটররা

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত কিনা সেই ব্যপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সুনির্দিষ্ট উত্তর চেয়েছেন মার্কিন সিনেটররা।

এ ছাড়া এই হত্যাকান্ডের দ্বিতীয় তদন্ত চেয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠিয়েছে রিপাবলিকান ও ডেমোক্রেটদের সমন্বয়ে গঠিত সিনেটের ফরেন রিলেশনস কমিটি।

মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন খাসোগির নৃশংস হত্যাকান্ডের ব্যপারে হয়তোবা জানতে পারেন সৌদি যুবরাজ সালমান। তবে সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বলেন খাসোগি হত্যার সঙ্গে কে জড়িত সেই ব্যপারে এখনো শতভাগ নিশ্চিত নয় সিআইএ। ২ অক্টোবর ইস্তামবুলে সৌদি দূতাবাসের ভেতর খুন হন সাংবাদিক জামাল খাসোগি।