খাসোগি ইস্যুতে সৌদি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও

খাসোগি ইস্যুতে সৌদি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও

শেয়ার করুন

_103874161_mediaitem103874160বিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড নিয়ে চলমান বিতর্কে যখন তুঙ্গে ঠিক সেই মুহুর্তে সৌদি বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে বৈঠকে করতে সৌদি আরব সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সৌদি আরব সফরের পর তুরস্ক সফরে যাবেন তিনি।

তুরস্ক বলছে খাশোগিকে হত্যা করেছে সৌদি আরব। অবশ্য প্রথম থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছে রিয়াদ। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন খাসোগির অন্তর্ধানের পেছনে হিংস্র খুনিদের হাত রয়েছে। তবে এই কথার স্বপক্ষে কোন প্রমাণ দেন নি মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে সৌদি বাদশার সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন ফোনালাপে সৌদি বাদশাহ দাবি করেন খাশোগির ভাগ্যে কি ঘটেছে তা জানেন না তিনি। দুই সপ্তাহ আগে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে শেষবারের মতো দেখা গিয়েছিলো খাশোগিকে। তুরস্ক বলছে সেখানে খাসোগিকে হত্যা করা হয়েছে। কিন্তু সৌদি তা অস্বীকার করে বলেছে খাসোগি ওই দিন বিকেলেই বের হয়ে গেছেন দূতাবাস থেকে। কিন্তু এর স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি সৌদি আরব।