খাশোগি হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্প অন্ধের মত ভূমিকা রাখছেন: তুরস্ক

খাশোগি হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্প অন্ধের মত ভূমিকা রাখছেন: তুরস্ক

শেয়ার করুন

b78451fd5ead4593bca3b73417b1957f_18বিশ্বসংবাদ ডেস্ক :

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড তদন্তের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কড়া সমালোচনা করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প এখানে অন্ধের মত ভূমিকা রাখছেন।

পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানান, ট্রাম্পের কথা অনুযায়ী খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি অন্ধ। তিনি আরো বলেন, খাশোগি হত্যাকাণ্ডের তদন্তে ট্রাম্প যে ভূমিকা রাখছেন, তা ঠিক না। টাকাই সবকিছু না। মানবিক দিক গুলো থেকে সবার দূরে সরে যাওয়া উচিৎ নয়।

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ খাশোগি হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়েছে। তবে সিআইএ’র ওই প্রতিবেদনের পরও ট্রাম্প বলেন, সিআইএ খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজকে দায়ী করেনি। সিআইএ যুবরাজের জড়িত থাকার ব্যাপারে ধারণা করেছিল।

ট্রাম্পের ওই বক্তব্যের ব্যাপারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প এই ধরনের কথা কেমন করে বলতে পারেন, কিসের ভিত্তিতে তা তাদের জানা নেই।