খাশোগি হত্যাকাণ্ডে ১৮ সৌদি নাগরিকের ওপর ফ্রান্সের ভ্রমণ নিষেধাজ্ঞা

খাশোগি হত্যাকাণ্ডে ১৮ সৌদি নাগরিকের ওপর ফ্রান্সের ভ্রমণ নিষেধাজ্ঞা

শেয়ার করুন

Captureবিশ্বসংবাদ ডেস্ক :

জার্মানির পর এবার সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সন্দেহভাজন ১৮ জন সৌদি নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা আরোপ করে ফরাসী কর্তৃপক্ষ।

পূর্ণাঙ্গ তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে ভবিষ্যতে আরও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে দেশটি। বৃহস্পতিবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে অবশ্য ১৮ সৌদি নাগরিকের নাম উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, জার্মানির মতো ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খাশোগি হত্যার ঘটনায় শুরু থেকেই আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে সৌদি আরব। এ ঘটনাকে কেন্দ্র করে ডেনমার্ক সৌদি আরবে অস্ত্র রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে। সৌদি আরবে অস্ত্র রফতানির জন্য লাইসেন্স ইস্যু করা বন্ধ রেখেছে জার্মানি। ফরাসি বিবৃতিতে আরও বলা হয়, খাশোগি হত্যার ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে স্বচ্ছ, বিস্তারিত ও পূর্ণাঙ্গ জবাব আশা করছে ফ্রান্স।