জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন ট্রাম্প

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন ট্রাম্প

শেয়ার করুন
Israel's Prime Minister Benjamin Netanyahu departs after meeting with Republican presidential nominee Donald Trump at Trump Tower in New York, U.S. September 25, 2016. REUTERS/Jonathan Ernst
Israel’s Prime Minister Benjamin Netanyahu departs after meeting with Republican presidential nominee Donald Trump at Trump Tower in New York, U.S. September 25, 2016. REUTERS/Jonathan Ernst

বিশ্বসংবাদ ডেস্ক :

ক্ষমতায় গেলে জেরুজালেমকে ইসরায়েল রাষ্ট্রের অখণ্ড রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

রোববার নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েল অনেক দিন ধরেই ফিলিস্তিনের ঐতিহাসিক নগরী জেরুজালেমকে নিজেদের দেশের রাজধানী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা অব্যাহত রেখেছে। এই শহরেই মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদ অবস্থিত। ১৯৬৭ সালের যুদ্ধে এই নগরী দখল করেছিল ইসরায়েল।

ট্রাম্পের প্রচার বিভাগ এক বিবৃতিতে জানায়, তিন হাজার বছর আগে থেকে ইহুদিদের চিরস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহৃত হচ্ছে জেরুজালেম। তাই তাদের কথা বিবেচনায় এই সিদ্ধান্তে পুরোপুরি সম্মতি দিয়েছেন ট্রাম্প।

দুই নেতার বৈঠকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নে সামরিক সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। এছাড়া ছয় জাতির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নিয়েও উভয়ের মধ্যে আলোচনা হয়।