ক্রিসমাস ইভে বিশ্বজুড়ে ধনী-গরিবের বৈষম্য ঘোচানোর আহ্বান পোপের

ক্রিসমাস ইভে বিশ্বজুড়ে ধনী-গরিবের বৈষম্য ঘোচানোর আহ্বান পোপের

শেয়ার করুন

_104939541_mediaitem104939540বিশ্বসংবাদ ডেস্ক :

বিশ্বজুড়ে ধনী-গরিবের মধ্যকার ‘বিশাল ব্যবধানের’ সমালোচনা করেছেন খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

বড়দিন উৎসবের একদিন আগে সোমবার ঐতিহ্যবাহী ‘ক্রিসমাস ইভ’সমাবেশে দেওয়া বক্তৃতায় এই আহ্বান জানান পোপ। এসময় যিশু খ্রিস্টের জন্মও দরিদ্র পরিবারে হয়েছিল স্মরণ করিয়ে দিয়ে এর মধ্য থেকে সবাইকে জীবনের অর্থ খুঁজে নেওয়ার পরামর্শ দেন তিনি।

উন্নত দেশের মানুষদের অনুরোধ জানান, তারা যেনো সাদাসিধে ও কম বস্তুগত জীবন-যাপনে অভ্যস্ত হয়। বিশ্বের মানুষের প্রতি লোভ না করারও আহ্বান জানিয়ে পোপ বলেন, গোটা মানব ইতিহাসেই অতৃপ্ত লোভের ছায়া আছে। কতিপয়ের প্রাচুর্যের বিপরীতে দেখা যায়, অনেক মানুষ বেঁচে থাকার ন্যুনতম খাবারটুকুও পাচ্ছে না।

খ্রিস্ট ধর্ম মতে, যিশুর জন্ম হয়েছে ২৫ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে। ক্রিসমাস ইভে মধ্যরাতে যিশুর জন্মের সময়ের আগমুহূর্তে খ্রিস্টের অুনসারিরা গির্জায় জড়ো হন। রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে এ নিয়ে ষষ্ঠ বড়দিন উৎসব পার করছেন পোপ ফ্রান্সিস।