ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৯০ হাজার মানুষকে ঘর ছাড়ার নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৯০ হাজার মানুষকে ঘর ছাড়ার নির্দেশ

শেয়ার করুন

 

California

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের কারণে ৯০ হাজার ৮০০ মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। জানা গেছে, দাবানল নিয়ন্ত্রণে পাঁচ শতাধিক কর্মী কাজ করছেন। কাজ করতে গিয়ে দুজন গুরুতর আহত হয়েছেন।

অরেঞ্জ কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান শেন শেরউড বলেন, সোমবার বাতাসের গতি বেশি থাকার ফলে দাবানল দ্রুত ছড়িয়ে যায়। অরেঞ্জ কাউন্টির আরভিন শহরের বাসিন্দাদের ঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দমকল বাহিনীর কর্মকর্তারা বলছেন, ঘণ্টায় প্রায় ২০ মাইল বাতাসের গতি ছিল গত সোমবার। মঙ্গলবার সকাল পর্যন্ত আট হাজার একর জায়গা দাবানলে ছেয়ে যায়। আবহাওয়ার উন্নতি হলেই বিমান ব্যবহার করা হবে।

দাবানল ছড়িয়ে পড়ার ফলে অরেঞ্জ কাউন্টির পূর্বাঞ্চলীয় শহর ডায়মন্ড বারের দক্ষিণাঞ্চলের বাসিন্দারের ঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। হুট করে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়ার ফলে সেখানকার বাসিন্দারা চরম বিপদে পড়েছেন। সূত্র : নিউ ইয়র্ক টাইমস।