কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় বিচারক ও বিচার বিভাগের : ট্রাম্প

কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় বিচারক ও বিচার বিভাগের : ট্রাম্প

শেয়ার করুন

_93991722_6b4f5d1d-0041-4fe1-b510-849d3aa3002fবিশ্বসংবাদ ডেস্ক :

সাতটি দেশের মুসলিম নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশের বিরুদ্ধে করা আপিল খারিজ হওয়ায় বিচার বিভাগের ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার টুইট বার্তায় তিনি জানান, তিনি বিশ্বাস করতে পারছেন না, যুক্তরাষ্ট্রকে নিরাপদ করার কাজটি কঠিন করে ফেলেছেন বিচারপতিরা। যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়, তাহলে তার দায় বিচারক ও বিচার ব্যবস্থাকেই নিতে হবে। আর সাধারণ মানুষও একে ইন্ধন দিচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক। বর্তমানে ছুটি কাটাতে ফ্লোরিডার মার-এ-লাগোতে রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প।

হোয়াইট হাউজের সঙ্গে সব ধরণের যোগাযোগ বন্ধ রাখলেও টুইটারে বিচারপতিদের এক হাত নিয়েছেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ব্যক্তিদের আরও সতর্কতার সঙ্গে তল্লাশির জন্য হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় প্রত্যেক নাগরিককে কঠোরভাবে পরীক্ষা করতে হবে। গত ২৭ জানুয়ারি জারি করা ট্রাম্পের নিষেধাজ্ঞা ফেডারেল আদালতের বিচারক জেমস রবার্টস স্থগিত করার পর, সাতটি মুসলিম দেশের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা থাকছে না।