কে টু পর্বত জয় করল নেপালের ১০ পর্বতারোহী

কে টু পর্বত জয় করল নেপালের ১০ পর্বতারোহী

শেয়ার করুন

K2 Mount winner 10 nepali
বিশ্বের দ্বিতীয় উঁচু পর্বত কে টু জয় করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে নেপালের ১০ পর্বতারোহীর একটি দল।

শনিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায় তারা কে টু পর্বতের শীর্ষে পৌঁছান বলে জানিয়েছেন দলটির সদস্য নির্মল পূরজা। তিনি মাত্র ছয়মাসে ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত জয় করেন।

হিমালয় পর্বতমালার কারাকোরাম পর্বত রেঞ্জভুক্ত এই পর্বতশৃঙ্গটি পাকিস্তানের গিলগিট-বালতিস্তান ও চীনের জিংজিয়ানের তাক্সকোরগান সীমান্তে অবস্থিত। এটির উচ্চতা ৮ হাজার ৬১১ মিটার। তবে শীতকাল চলায় বৈরি আবহাওয়ার মধ্যেই  ঝুঁকি নিয়ে পর্বতে ওঠার অভিযানে নামেন পর্বতারোহীরা। পর্বত জয় করতে গিয়ে প্রাণ গেছে দলটির এক প্যানিশ পর্বতারোহী সার্জিও মিঙ্গোটের।