কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত দিয়েছে উ. কোরিয়া

কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত দিয়েছে উ. কোরিয়া

শেয়ার করুন

_102711923_c2bf9f4f-a4ac-4883-b614-6d0b41d04a92বিশ্বসংবাদ ডেস্ক :

কোরীয় যুদ্ধের সময় নিহত মার্কিন সৈনিকদের দেহাবশেষ যুক্তরাষ্ট্রকে ফেরত দিয়েছে উত্তর কোরিয়া।

ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর মধ্যে চলমান কুটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এই দেহাবশেষগুলো ফেরত দেয়া হলো।  দেহাবশেষ বহনকারী বিমানটি দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটিতে অবতরণের সঙ্গে সঙ্গে গার্ড অব অনার দেয় মার্কিন সেনারা।

কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষগুলো ফেরত পেতে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলো তাদের প্রিয়জনেরা। জুন মাসে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে এই দেহাবশেষগুলো ফেরত দেয়ার ব্যাপারে রাজী হয় উত্তর কোরিয়া।