কায়রোতে সমঝোতা বৈঠক করেছে হামাস ও ফাতাহর নেতারা

কায়রোতে সমঝোতা বৈঠক করেছে হামাস ও ফাতাহর নেতারা

শেয়ার করুন

2113eb96f3f14897a3a0c4812533a5b0_18বিশ্বসংবাদ ডেস্ক :

মিশরের রাজধানী কায়রোতে সমঝোতা বৈঠক করেছে ফিলিস্তিনের দুই রাজনৈতিক প্রতিপক্ষ হামাস ও ফাতাহ’র নেতারা।

বৈঠকে দল দুটির নেতৃত্ব দেন হামাসের রাজনৈতিক কার্যালয়ের উপ প্রধান সালেহ আল আরুরি এবং ফাতাহ কেন্দ্রীয় কমিটির সদস্য আযম আল আহমাদ। এর আগে, অধিকৃত ভূখণ্ডের প্রশাসনিক দায়িত্ব হামাসের কাছ থেকে জাতীয় ঐক্যের সরকারের কাছে হস্তান্তরের প্রকৃয়া শুরুর ব্যাপারে আলোচনার জন্য গাজা সফর করেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ। ২০১১ সালের কায়রো চুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনার জন্য ফিলিস্তিনের দুই রাজনৈতিক দল হামাস ও ফাতাহ’র মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর ফলে দুই দলের মধ্যে প্রায় ১০ বছর ধরে চলমান রাজনৈতিক বিভেদের অবসান ঘটবে বলে আশা করছেন বিশ্লেষকরা।