কাশ্মির ইস্যুতে মধ্যস্ততা করার আহবান বান কি মুনের

কাশ্মির ইস্যুতে মধ্যস্ততা করার আহবান বান কি মুনের

শেয়ার করুন

 

বিশ্বসংবাদ ডেস্ক :

ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান অস্থিরতা কমাতে মধ্যস্ততা করার আগ্রহ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

পাকিস্তানের রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানালে, তারই প্রেক্ষিতে শুক্রবার এ কথা জানান মুন। জাতিসংঘ মহাসচিব বলেন, এ বিষয়ে উভয় পক্ষেরই সর্বোচ্চ সংযম থাকতে হবে এবং পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

কূটনৈতিক পদ্ধতিতে সংলাপের মাধ্যমে এই সংকট নিরসন করতে হবে বলেও মত প্রকাশ করেন তিনি। বান কি-মুনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করার পর পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি সাংবাদিকদের বলেন, পুরো অঞ্চলের জন্যই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এ ক্ষেত্রে তিনিই পারেন মধ্যস্ততা করে সংকট নিরসন করতে।

ভারতকে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করার মতো পরিস্থিতি তৈরি করার দায়েও দায়ী করেন লোধি। উড়ি সেনাঘাটিতে জঙ্গি হামলা নিয়ে সম্প্রতি কাশ্মির ইস্যু নিয়ে বিবাদে জড়িয়েছে ভারত ও পাকিস্তান।