কালো টাকা সাদা: সাড়ে ৯ বিলিয়ন ডলারের তথ‌্য মিলল ভারতে

কালো টাকা সাদা: সাড়ে ৯ বিলিয়ন ডলারের তথ‌্য মিলল ভারতে

শেয়ার করুন

Arun Jaitleyবিশ্ব সংবাদ ডেস্ক:

ভারত সরকার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পর সাড়ে নয় বিলিয়ন ডলারের সম্পদের তথ‌্য বেরিয়ে এসেছে।

দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, জরিমানা পরিশোধের মাধ্যমে অপ্রদর্শিত আয় বৈধ করার জন‌্য ভারত সরকার চার মাসের যে সুযোগ দিয়েছিল, তার সময় শেষ হয়েছে শুক্রবার।

নির্ধারিত সময়ে ৬৪ হাজার ২৭৫ জন আবেদনকারী, তাদের সাড়ে নয় বিলিয়ন ডলারের সম্পদের তথ‌্য সরকারকে জানিয়েছেন। ওই সম্পদের ওপর কর ও জরিমানা বাবদ প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার সরকারের কোষাগারে জমা পড়বে।

এর আগে চলতি বছরের শুরুতে, সাত লাখ সন্দেহভাজন কর খেলাপীর সঙ্গে যোগাযোগ করে তাদের অপ্রদর্শিত আয়ের হিসাব দিতে বলে ভারত সরকার। তাদের বলা হয়, গোপন রাখা সম্পদের তথ‌্য‌প্রকাশ করে নির্ধারিত হারে কর ও জরিমানা শোধ করলে, তাদের বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা নেয়া হবে না।

ওই সুযোগ নিয়ে যারা অপ্রদর্শিত আয়ের হিসাব দিয়েছেন, তাদের মধ‌্যে মুম্বাইয়ের স্ট্রিট ফুড বিক্রেতাদের একটি গ্রুপও রয়েছে। তারা প্রায় ৭৫ লাখ ডলারের সম্পদের তথ‌্য‌দিয়েছেন বলে বিবিসির খবরে জানানো হয়। এবিষয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদী এক টুইট বার্তায় বলেন, যে উদ্দেশ‌্যে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল, তা সফল হয়েছে।